এআই দিয়ে আপত্তিকর ছবি বানানোর জেরে ব্রিটেনে নি*ষিদ্ধ হচ্ছে এক্স

এআই দিয়ে আপত্তিকর ছবি বানানোর জেরে ব্রিটেনে নি*ষিদ্ধ হচ্ছে এক্স

    


সাইফ হাসান:
ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স ব্রিটেনে নি*ষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে কারণ এর গ্রক এআই টুল ব্যবহার করে নারীদের সম্মতি ছাড়াই আপত্তিকর ও যৌ*ন ছবি তৈরি করা হচ্ছে। ব্রিটিশ মন্ত্রীরা হুশিয়ারি দিয়েছেন যে অবিলম্বে এই অপ*রাধ বন্ধ না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর জবাবে মাস্ক দাবি করেছেন যে সরকার আসলে বাকস্বাধীনতা দমন করতে চাইছে এবং এই বিতর্কের মাঝেই অ্যাপটি ডাউনলোডের শীর্ষে চলে এসেছে।

এক্স-এর এআই টুল গ্রক ব্যবহার করে সাধারণ নারীদের ছবিকে বিকৃত করে সেগুলোকে ন*গ্ন বা অশালীন অবস্থায় রূপান্তর করা হচ্ছে যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এমনকি শিশু ও কিশোরীদের ছবিও বিকৃত করা হচ্ছে যা শিশু যৌ*ন নি*র্যাতনের পর্যায়ে পড়ে। ব্যবহারকারীরা এই টুলের মাধ্যমে নারীদের গায়ে আ*ঘাত বা র*ক্তের দাগ এমনকি গু*লি করার মতো দৃশ্যও জুড়ে দিচ্ছে।

ব্রিটেনের প্রযুক্তি মন্ত্রী লিজ কেন্ডাল সাফ জানিয়ে দিয়েছেন যে এক্স কর্তৃপক্ষ যদি এই নোংরামি নিয়ন্ত্রণ করতে না পারে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন অনলাইন সেফটি অ্যাক্ট অনুযায়ী আইন অমান্য করলে কোনো প্ল্যাটফর্মকে পুরোপুরি ব্লক করে দেওয়ার ক্ষমতা সরকারের রয়েছে। অফকম শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে আশা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও ব্রিটেনের এই উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে বলেছেন অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এমন ছবি তৈরি করা জঘন্য কাজ। চাপের মুখে এক্স শুক্রবার গ্রক টুলের কিছু সুবিধা সীমিত করেছে এবং বিনামূল্যে ছবি তৈরির অপশন বন্ধ করে দিয়েছে। তবে লেবার এমপি জেস আসাটো জানিয়েছেন ইউটিউব বা গুগলেও এমন অনেক অ্যাপের বিজ্ঞাপন দেখা যাচ্ছে যা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।