লন্ডনে বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল

লন্ডনে বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল

নূরজাহান শিল্পী 

বৃটিশ রাণীর কাছ থেকে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) পদকপ্রাপ্ত, বাংলাদেশের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম চৌধুরী আর আমাদের মাঝে নেই।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল রাতের দিকে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৬ বছর।

দবিরুল ইসলাম চৌধুরী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর ছোট চাচা। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশ ও প্রবাসে শিক্ষা, মানবকল্যাণ ও সমাজসেবায় অসামান্য অবদান রাখেন। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাঁকে ‘অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই)’ পদকে ভূষিত করে।

তাঁর মৃত্যুতে দেশ-বিদেশে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রবাসী সংগঠনের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন তাঁর স্বজন ও শুভানুধ্যায়ীরা। তাঁরা বলেন, মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।