যুক্তরাজ্যের ট্যাক্স অফিস কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে
যুক্তরাজ্যের ট্যাক্স অফিস বা এইচএমআরসি স্বীকার করেছে যে শিশু ভাতার প্রতারণা ধরতে গিয়ে তারা বড় ধরনের ভুল করেছে। প্রায় ৭১ শতাংশ ক্ষেত্রেই নিরপরাধ বাবা-মায়ের ভাতা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। ভুল তথ্যের ওপর ভিত্তি করে হাজার হাজার পরিবারকে ভোগান্তিতে ফেলার জন্য কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে। মাত্র ৫ শতাংশ ক্ষেত্রে প্রকৃত অনিয়ম পাওয়া গেছে বলে জানিয়েছে তারা।


