চেঞ্জিং রুমে ট্রান্সজেন্ডার সহকর্মীর প্রবেশ নিয়ে মামলায় নার্সদের ঐতিহাসিক জয়

চেঞ্জিং রুমে ট্রান্সজেন্ডার সহকর্মীর প্রবেশ নিয়ে মামলায় নার্সদের ঐতিহাসিক জয়

    


সাইফ হাসান
যুক্তরাজ্যের ডার্লিংটন মেমোরিয়াল হাসপাতালের সাতজন নারী নার্স আদালতের রায়ে বড় এক আইনি জয় পেয়েছেন। একজন ট্রান্সজেন্ডার সহকর্মী নারীদের চেঞ্জিং রুম ব্যবহার করায় তারা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছিলেন। আদালত তার রায়ে বলেছে এর ফলে নার্সদের সম্মানহানি হয়েছে এবং এক ধরণের ভীতিকর কর্মপরিবেশ তৈরি হয়েছিল। হাসপাতাল ট্রাস্ট তাদের উদ্বেগকে গুরুত্ব না দেওয়ায় এই হয়রানি হয়েছে বলে বিচারক মন্তব্য করেছেন।

কাউন্টি ডারহাম এবং ডার্লিংটন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের বিরুদ্ধে এই মামলাটি করেছিলেন সাতজন নারী নার্স। তাদের মূল আপত্তি ছিল রোজ হেন্ডারসন নামের একজন ট্রান্সজেন্ডার নারীকে তাদের ব্যক্তিগত চেঞ্জিং রুম ব্যবহারের অনুমতি দেওয়া নিয়ে। নিউক্যাসলের এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল নার্সদের এই অভিযোগকে যৌক্তিক বলে রায় দিয়েছে।

বিচারক সুইনি তার রায়ে বলেছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ নার্সদের মর্যাদাহানি করেছে। তিনি উল্লেখ করেন জৈবিক পুরুষ বা ট্রান্সজেন্ডার নারীর সাথে একই রুমে কাপড় বদলাতে বাধ্য করা নারীদের জন্য অপমানজনক এবং অস্বস্তিকর ছিল। কর্তৃপক্ষের উচিত ছিল বিকল্প ব্যবস্থা করা যা তারা করেনি বরং নার্সদের অভিযোগকে উপেক্ষা করেছে।

মামলার নেতৃত্ব দেওয়া নার্স বেথানি হাচিসন এই রায়কে সাধারণ কাণ্ডজ্ঞানের জয় বলে অভিহিত করেছেন। তিনি বলেন পুরুষের সামনে নারীদের পোশাক খুলতে বাধ্য করা কখনোই সমতার অংশ হতে পারে না। তবে অন্য নার্সরা জানিয়েছেন রোজের প্রতি তাদের ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই বরং তারা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই দায়ী করেছেন।

আদালত আরও জানিয়েছে নার্সরা যখন প্রথমে অভিযোগ করেছিলেন তখন তাদের পাত্তাই দেওয়া হয়নি। উল্টো তাদের মনমানসিকতা বড় করার এবং ট্রান্স অধিকার নিয়ে জানার উপদেশ দেওয়া হয়েছিল যা ছিল এক ধরণের পরোক্ষ হয়রানি। এনএইচএস ট্রাস্ট জানিয়েছে তারা আদালতের এই রায়টি গভীরভাবে পর্যালোচনা করছে এবং পরবর্তীতে এ নিয়ে মন্তব্য করবে।