লিডলে বিক্রি হওয়া ওয়েফারে ধাতব বস্তু, জরুরি সতর্কতা

লিডলে বিক্রি হওয়া ওয়েফারে ধাতব বস্তু, জরুরি সতর্কতা

যুক্তরাজ্যের জনপ্রিয় সুপারমার্কেট চেইন লিডল এক জরুরি সতর্কতা জারি করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে তাদের বিক্রি করা একটি বেকারি পণ্যে ধাতব টুকরো থাকতে পারে। এটি খেলে ভোক্তাদের শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

যে পণ্যটি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে তার নাম XXL Sondey Stroopwafel with Caramel Flavour Filling and Butter। প্যাকেটের ওজন ৫৬০ গ্রাম। বেস্ট বিফোর তারিখ ২১ নভেম্বর ২০২৫, ২ ডিসেম্বর ২০২৫ এবং ৩ ডিসেম্বর ২০২৫ এর পণ্যগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

লিডল জানিয়েছে, সংশ্লিষ্ট পণ্যটি কেউ যেন না খায়। গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন পণ্যটি দোকানে ফেরত দিয়ে রিফান্ড গ্রহণ করেন। রিসিট না থাকলেও টাকা ফেরত দেওয়া হবে।

যে কেউ যদি এই পণ্যটি ইতোমধ্যে খেয়ে থাকেন এবং কোনো ধরনের অস্বস্তি অনুভব করেন, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলো ঘটনাটি পর্যবেক্ষণে রেখেছে এবং লিডলের শাখাগুলোতে সতর্কতামূলক নোটিশ টানানো হয়েছে।