সিলেটের জকিগঞ্জের কৃতিসন্তান শিব্বির আহমদ এনসিপির কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত
বাংলাভাষী ডেস্ক
সিলেটের জকিগঞ্জের কৃতিসন্তান এবং সিলেট-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শিব্বির আহমদ সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন।
ঘোষিত কমিটির ১০১ সদস্যবিশিষ্ট নির্বাহী আহ্বায়ক কমিটিতে আগামী এক বছরের জন্য শ্রমিক উইং সংগঠক হিসেবে শিব্বির আহমদ সদস্য পদে মনোনীত হন।
এই দায়িত্বপ্রাপ্তিতে তিনি এনসিপির সভাপতি, সদস্য সচিবসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
তিনি বলেন, “এই দায়িত্ব আমাকে আরও অনুপ্রাণিত করবে জনগণের কল্যাণে ও সংগঠনের শক্তি বৃদ্ধিতে কাজ করতে।”
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় শিব্বির আহমদ দীর্ঘদিন ধরে প্রবাসী ও স্থানীয় পর্যায়ে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন। তার এই নতুন দায়িত্বে এলাকাবাসী এবং প্রবাসী সিলেটবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সঞ্চার হয়েছে।


