স্ত্রীকে হত্যার দায়ে যুক্তরাজ্যে বাংলাদেশি যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাভাষী ডেস্ক
পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে আলাদা থাকা স্ত্রীকে নিজের শিশুসন্তানের সামনেই নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার দায়ে হাবিবুর রহমান মাসুম (২৬) নামের এক বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত।
মঙ্গলবার ব্র্যাডফোর্ড ক্রাউন কোর্ট এই সাজা ঘোষণা করেন। রায়ের আদেশে আদালত বলেন, হাবিবুর অন্তত ২৮ বছর কারাভোগ না করে মুক্তি পাবেন না।
গত বছরের ৬ এপ্রিল কুলসুমা আক্তার (২৭) তাঁর শিশুসন্তানকে নিয়ে ব্র্যাডফোর্ডের একটি নারী আশ্রয়কেন্দ্র থেকে বের হলে হাবিবুর তাঁর পিছু নেন এবং রাস্তায় প্রকাশ্যে ছুরি নিয়ে আক্রমণ করেন।