অবশেষে সংস্কার হচ্ছে ব্রিটেনের সবচেয়ে বিপজ্জনক মোড়
বাংলাভাষী ডেস্ক
ব্রিটেনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সড়কগুলোর একটি অবশেষে সংস্কারের আওতায় আসছে। মাত্র ছয় সপ্তাহে ওই মোড়ে ১৩টি ভয়াবহ দুর্ঘটনা ঘটার ভিডিও প্রকাশ হওয়ায় বিষয়টি আলোচনায় আসে। সিসিটিভিতে দেখা গেছে, গাড়ি উল্টে যাচ্ছে, ট্রাক এসে গাড়িকে ধাক্কা দিচ্ছে, চালকেরা ‘গিভ ওয়ে’ সাইন পুরোপুরি উপেক্ষা করছেন।
স্টাফোর্ডশায়ারের চিটলের ড্রেকট ক্রস রোড জাংশনকে স্থানীয়রা নাম দিয়েছেন ‘ব্রিটেনের সবচেয়ে বিপজ্জনক ক্রস্রোড’। এত দুর্ঘটনায় প্রায় দুই লাখ পাউন্ডের (প্রায় দুই কোটি টাকার বেশি) ক্ষয়ক্ষতি হয়। বাসিন্দারা আশঙ্কায় ছিলেন, পরের দুর্ঘটনায় হয়তো কারও মৃত্যু ঘটবে।
জনগণের দাবি ওঠায় স্টাফোর্ডশায়ার কাউন্টি কাউন্সিল ২৫ হাজার পাউন্ড ব্যয়ে সড়ক নিরাপত্তা উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে। পুরনো ‘গিভ ওয়ে’ সাইন সরিয়ে স্থায়ী ‘স্টপ’ সাইন বসানো হবে এবং বিবর্ণ হয়ে যাওয়া রাস্তার চিহ্নগুলো নতুন করে আঁকা হবে।
স্থানীয় কাউন্সিলর গ্যারি বেন্টলি জানিয়েছেন, ছয় মাস আগে অস্থায়ীভাবে ‘স্টপ’ সাইন বসানোর পর থেকে আর কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। বাসিন্দাদের আশা, স্থায়ী ব্যবস্থা নেওয়ার ফলে বিপজ্জনক এই মোড় আর প্রাণঘাতী হয়ে উঠবে না।


