মন্ত্রণালয়ের নির্দেশ, সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত
বাংলাভাষী ডেস্ক
সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ভোটের পাঁচ দিন আগে হঠাৎ করে বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানায়।
রোববার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়, সদস্যপদ পুনরায় যাচাই-বাছাই করে পুনঃতফসিলের মাধ্যমে ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করতে হবে।
যদিও চিঠিতে নির্বাচনের স্থগিতের কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবে সেখানে ভোটার তালিকা পুনঃযাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন বলেন, ‘চিঠিতে ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত তালিকায় কিছু সমস্যা নিয়ে কয়েকজন সদস্য অভিযোগ করেছিলেন যার পরিপ্রেক্ষিতেই মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে, যাচাই-বাছাই শেষে নতুন তফসিল ঘোষণা করা হবে।’


