সিলেটে তিন দিনব্যাপী mhGAP প্রশিক্ষণ: মানসিক স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

সিলেটে তিন দিনব্যাপী mhGAP প্রশিক্ষণ: মানসিক স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

সুবর্ণা হামিদ

 গত ২৬ থেকে ২৮ অক্টোবর ২০২৫ পর্যন্ত সিলেট সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী mhGAP (Mental Health Gap Intervention) প্রশিক্ষণ কর্মশালা। মানসিক স্বাস্থ্যসেবা, রোগ নির্ণয় ও ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করবে এবং দেশে মানসিক চিকিৎসা সেবার ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা শিখেছেন কীভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়েই মানসিক সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত ও ব্যবস্থাপনা করা যায়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের প্রধান প্রফেসর ডা. আহমেদ রিয়াদ চৌধুরী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকার সহকারী অধ্যাপক ডা. মো. জোবায়ের মিয়া, ডা. তৈয়বুর রহমান, সিলেটের সিভিল সার্জন, ডেপুটি সিভিল সার্জন, এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত চিকিৎসক ও সেবিকাবৃন্দ।

অংশগ্রহণকারীরা জানান, প্রশিক্ষণ থেকে পাওয়া জ্ঞান বাস্তব কাজে প্রয়োগ করতে পারলে মানসিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর হবে। তারা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ ভবিষ্যতে সিলেটসহ সারাদেশে মানসিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।