নারী অভিবাসী ফোরাম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সুনর্ণা হামিদ
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ইমপ্রæভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস প্রত্যাশা -২ প্রকল্প কর্তৃক নারী অভিবাসী ফোরাম এর ত্রৈমাসিক সভা আজ ২৮ অক্টোবর এমআরএসসি সিলেটে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দা শিরিনা আক্তার এর সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শুভাশীষ দেবনাথ, এমআরএসসি কো-অর্ডিনেটর, মাইগ্রেশন প্রোগ্রাম ব্র্যাক । উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন রওশন আরা মুকুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট, সাংবাদিক,সুবর্ণা হামিদ, তাসলিমা খানম বিথী, সাংবাদিক, তপতি রানী দাস, পরিচালক-মহিলা চেম্বার অব কমার্স সিলেট,মোসাম্মত রুনা সুলতানা, উদোক্তা, বিদেশ ফেরত নারী ও অভিবাসী পরিবারের সদস্য প্রমুখ।


