ঈদুল আযহা সংখ্যা ২০২০

কুরবানির ঈদ
ফেরদৌসী খানম রীনা
২৭/৭/২০২০
বছর ঘুরে অাবার এলো
কুরবানির ঈদ,
সেই অানন্দে খোকা খুকুর
চোখে নেই নিদ।
দূরের অাকাশে উঠেছে
ঈদের চাঁদ,
এক সাথে ভোগ করবে সবাই
ঈদের স্বাদ।
গরু,ছাগল কিংবা দুম্বা
করবে জবাই,
খোদার অাদেশ পালন
করবে সবাই।
ত্যাগের মহিমা ভরা ঈদ রবে
সবার মাঝে,
ঈদ অানন্দে বৃদ্ধ -যুবক নতুন
রূপে সাজে।
কোরবানির ঈদ দিলো
সবাইকে শিক্ষা,
নিজ স্বার্থ বিলিয়ে দেয়ার
পেলো দীক্ষা।
ঈদ অানন্দে ছোট-বড়
যায় ঈদগাহে,
সুগন্ধি অার নতুন জামা
গায়ে সমারহে।
ঈদ এলো তাই দুঃখ ভুলে
মন রঙিন,
সারাদিন অানন্দ, উল্লাসে
কাটাবে এ দিন
ঈদের দিনে দুঃখী জনকে
করবে না অবহেলা,
ঈদ অানন্দ ভাগ করে
কাটাবে সারা বেলা।
মা রাঁধবে পোলাউ, কোরমা
খাবে মজা করে,
খুশির অামেজ বইবে
সবার হৃদয় জুড়ে।
ত্যাগের অানন্দ ভরে থাক
সবার অন্তরে,
সুখের ফুল ফুটুক সবার
হৃদয় বন্দরে।