অবাস্তব প্রেম

অবাস্তব প্রেম

ইয়াসমিন রাহমান শিউলি 

তোমার হাত ধরে চলা হলো না জীবনের দীর্ঘ পথ,

বাস্তবতা দিয়েছে অন্য ভূবণ, তুমি হলে অবাস্তব প্রেম। 

নিরিখ বেঁধেছিলাম তোমার নয়নের গভীরে,

যত দূর যাই সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে,

তবুও যেন থাকো তুমি আমার সিথানে পৈথানে,দেখি তোমারে হৃদয়ের উঠোনে। 

তবু অবাস্তব প্রেম হারিয়ে গেলে,বিষাদের করুণ সানাই বাজিয়ে। 

রেখে গেলে আমায় পুরোদস্তুর এক বৈরাগী বানিয়ে, 

আমার কষ্টের একতারা আজও সুর তুলে,চিরদিন পোষলাম এক অচিন পাখি।

তোমার শুন্যতায় ভাসে জীবন ঝরে আঁখি। 

তোমাকে নিয়ে লেখা হাজার বছরের উপন্যাসের পাতা খসে পড়ে চোখের জলে,

ঘূর্ণায়মান পৃথিবীর ইতিহাসে তুমি যদিও আমার অবাস্তব প্রেম,তবু থাকবে চিরকাল চিরদিন আমার হয়ে,আমার বাস্তবতায়।

আমি তোমার ভুলে যাওয়া অচিন পাখি হলেও,তুমি আমার চিরদিনের চিরকালের পোষা চেনা পাখি।

ধরিত্রীর বুকে আমি লিখে যাবো শুধু তোমার ভালোবাসার উপন্যাস, তুমি লিখবে পাতায় পাতায়,জীবনের ভাঁজে ভাঁজে অবাস্তব প্রেম।