অ্যা টেল অব ওয়ারশ

অ্যা টেল অব ওয়ারশ

- ফয়সাল শরীফ

বসন্তের জাগ্রত বাতাসে প্রেয়সীর মিষ্টি হাসির মতো, 

ভোরের পাখিদের ঘুম ভাঙ্গানিয়া কিচিরমিচিরে, 

কৈশোরের শিরশিরে অনুভূতিগুলো ফিরে আসে। 

ঘাসের উপর শিশিরের মতো চুম্বক ভালবাসা জন্মে, 

তাই তোমার কথা ভেবে হৃদয় আন্দোলিত হয় ...

মেঘবালিকা, তুমি আমার কল্পনা! 

তুমি আমার স্বপ্ন ও স্বপ্নের বিষয়বস্তু, 

রোদ নিয়ে যেমন পথচারী আনন্দিত, 

রাস্তায় কোলাহল আর কোলাহল, 

আমাকে অনবরত নাম ধরে ডেকে যাওয়া, 

গান ও শব্দের নেশায় তোমার কান্না; 

আমাকে ভাবুক করে তোলে। 

তোমাকে আবার দেখতে ইচ্ছা করছে, 

মেঘবালিকা, একটি স্বপ্ন...

গ্যাসজিনস্কির ‘অ্যা ড্রিম এবাউট ওয়ারশ’ পড়েছিলাম, 

তখনই বুঝেছি এ শহরে আমার প্রেম হবে। 

আমাকে জিজ্ঞাসা করোনা কেন এ নগরীতে মজেছি! 

তোমাকে ঠিক যেমন দুর্দান্তভাবে ভালোবাসি 

ওয়ারশ তেমনি আমার হৃদয় হরণ করেছে।  

ভাষায় গুছিয়ে লেখার সে ক্ষমতা আমার নেই। 

তোমার মতোই এই শহর আর একটি সুন্দর পৃথিবী 

এবং সুন্দর দিনগুলির সাথে রঙিন স্বপ্ন রেখে এসেছি। 

ওল্ড টাউনের প্রতিটা বাড়ি যেন এক একটি গল্প, 

ওরা যুদ্ধের কথা বলে, ভয়াবহতার কাহিনী শোনায়, 

বৃষ্টির পানিতে চকচকে কালো ইটের রাস্তাগুলিতে 

মিশে থাকা কান্নাগুলি ঝলমলে দিনের অপেক্ষা করে। 

তোমাকে নিজের মতো করে না পাওয়ার বেদনা 

নিউ-টাউনে আকাশ ছোঁয়া অট্টালিকার ছায়ায় 

চাপা পড়ে যায় অবলীলায়; নিঃশব্দে অবহেলায়। 

হেঁটে যাওয়া কোন পোলিশ তরুণীর চটুল চাহনিতে 

পুলকিত তরুণ শিস দিয়ে গান গেয়ে উঠা দেখে, 

তোমার গানের কথা মনে হয়। 

আহা! তোমার সেই সুর। 

আবার একদিন ভিস্তুলা নদীর তীরে ভোর দেখতে যাবো, 

যদি আমার সময় অকালেই থমকে যায়, তখন 

দেবদূতের ডানায় ভর করে খুব দ্রুতই উড়বো 

আমার স্বপ্নগুলো আর রঙিন ওয়ারশ দিন নিয়ে। 

তবে তুমি যদি আমার সাথে সেখানে যাও 

তুমিও দেখতে পাবে - 

ওয়ারশের দিন, সে আমাদের সুন্দরভাবে স্বাগত জানাবে। 

আমি পোল্যান্ডে আমার হৃদয় রেখে এসেছি 

যেমন রেখে এসেছিলাম ওয়াটারলুতে। 

পিছন ফিরে দেখি শুন্য বায়ু,

তারপরও বলি, 

শুনো, আমি এখানে। 

২৯-০৬-২০২২

ভিয়েনা