আজ বড় একা

আজ বড় একা


লুৎফুর রহমান চৌধুরী রাকিব 
-------------------------

আমি আজ বড় একা ছন্নছাড়া পাখির মতো
এক ডাল থেকে অন্য ডালে ঘুরে বেড়াতে হয়,
ক্লান্তিকর জীবনের পথ ধরে খানিকটা উড়ে 
একবুক কষ্ট আর যন্ত্রণা নিয়ে,
নিজের একটু স্বাধীনতার জন্য নির্জন জঙ্গল,
আমার কাছে উপযুক্ত জায়গা মনে হয়ে ছিল।

কিন্তু না, আমার সমস্ত মনের ধারণা ছিল ভুল 
স্বাধীনতা বলতে কোথাও  কিছু নেই ,
আমাকে প্রতিটি মূহূর্ত কাটাতে হবে--
অশান্ত নদীর তীরে বসে বসে অবিরাম অবিরত
পরাধীনতার শিকল পড়ে পায়ে, 
কতদিন কাটাতে হবে আমাকে,  তা জানি না।

আমি চেয়ে ছিলাম মুক্ত আকাশে উড়তে 
স্বাধীনতার উমুক্ত মঞ্চে কিছু বলতে 
মানুষের করতালিতে মঞ্চকে মাতিয়ে তুলতে
তা আর হয়ে উঠলো না---
সূর্ষের লাল অংশটুকু ঢেকে দিল
নিঠুর কালো মেঘ ।

ভেজালমুক্ত কোন জায়গা খুঁজে পেলাম না
চারিদিক গ্রাস করে ফেলছে দুঃখ
মনের বাগানে ফুটাতে পারিনি আজ ও ফুল
এলোমেলো দুষিত বাতাস কেড়ে নিচ্ছে 
জীবনের রঙিন দিন গুলো 
আমি আজ বড় একা, এক সঙ্গীহীন মানুষ ।