আমার প্রাণের জন্মভূমি

আমার প্রাণের জন্মভূমি
মোঃ আশরাফুল ইসলাম (নয়ন)
পুষ্প নদী সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা অামার জন্মভূমি।
এ দেশে জন্ম নিয়ে ধন্য হয়েছি অামি। 
এমন সুন্দর দেশ বৈচিত্র্যে ঘেরা কোথাও খুঁজে তুমি,
সোনা দিয়ে ঘেরা পাবেনা এমন দেশ এমন জন্মভূমি। 
অামার এ সোনার দেশে বাঁকেবাঁকে বয়ে গেছে নদী। 
পুষ্পে কুঞ্জে ভরা দেশ অামার হাজারও রয়েছে স্মৃতি। 
মমতায় ভরা মায়ের কোলে জন্ম অামার এই অামার মাতৃভূমি। 
ভরেছে অানন্দে প্রাণ অামার এ দেশে জন্মে অামি। 
শস্য শ্যামলায় ঘেরা পাবেনা কোনোদিনি,
এই ধরণীতে এমন দেশ শতবার খুঁজেও তুমি। 
নয়ন অামার জুড়িয়ে যায় বারবার মুগ্ধ হয় অামি। 
অামার দেশের সুন্দর্য দেখে ভরে যায় দুটি অাঁখি। 
মা"গো জন্ম অামায় দিয়েছো বলে তুমি,
তাইতো এমন শস্য শ্যামলা সোনার দেশ পেয়েছি। 
যেদিকে তাকাই দুটি নয়ন মেলে অামি,
মন প্রাণ ভরে যায় অামার সব উজার করে দেখি। 
সবুজ সোনালী মাঠ দেখে ভরে যায় চোখের দৃষ্টি। 
এই দেশের মধুর ভাষায় প্রথম ফুটেছে অামার মুখের ধ্বনি। 
রূপকথা অার স্বপ্ন দিয়ে আমার এই দেশ তৈরী। 
অামার এই জন্মভূমি অনেক বেশী ভালোবাসি।