দুঃখ যাপন

দুঃখ যাপন

সুপ্রভাত মেট্যা

এখানে কোথাও একটুও সুখ নেই।
অথচ তুমি আছো সুখের উপরে শহরে।
ধান-ধুলোর পথ পেরিয়ে, পেরিয়ে পেরিয়ে , পৌঁছে যাওয়ার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত আমার দুঃখ যাপন , কস্ট সংগ্রহের অজস্র বৃষ্টি কবিতা ফুটে ওঠে চোখে।

দিবসকাল ফিরে যাচ্ছে বোধহয় , এখন কোথাও !
হালকা বিকেল  এসে গায়ে লাগছে আমার ।
পাখি পালকের হলুদ ঝাপট চোখে পড়ে।
তারপর আরও কিছুটা সময়, শীতের সন্ধ্যা আলোতে দেখি ঝুঁকে পড়ে আছেু বয়স আমার ।
টলটল করে ওঠে লেখা ।
পঙক্তিমালা গাঁথা হয়; সম্পর্কের সুতোর টানে আর শ্লোক ।

ভালো মানুষের ঘরে এখন শুধু চাঁদ নয়,
নক্ষত্রের বিশাল আকাশ -আলোও এসে পড়ে!