আসমানের বুকে মেঘ

আসমানের বুকে মেঘ

   জুঁই

আসমানে মেঘ

আষাঢ়ের ঢল, 

ধরার বুকে

বজ্রপাত নেই।

জীবনের পাশে 

প্রেমের স্পন্দন নেই। 

দুঃখের আড়ালে

সুখের অভিনয়। 

দু'চোখে আঁধার

স্বপ্নরা নেই। 

দুঃখ হলো আজকাল

ইচ্ছে গুলো নিলো বিদায়। 

মানুষ আমরা

দাবী করি

    

কিন্তু মনুষ্যত্ব কই? 

দুঃখ আজ বিবেকের অভাব। 

ঘরটা শূণ্যতায় ভরা

সুখের নামে বিষাদের খেলা।

দুঃখ তুমি নিত্য করো বাস বেদনায়,

আপন প্রিয় বলে কেউ রইলনা!  

বাতায়নে উড়ে বেড়ায়

   

অশুভ ছায়ারা। 

দুঃখের ঘরে সুখের বাসা

যেখানে ভন্ডদের জুব্বার লেভাসে

করে বেড়ায় ভন্ডামি,তা হোক বিলপ্তি

দ্রব্যের মূল্যে মানুষ মাপে

মনুষ্যত্ব গেলো কই আজ? 

দুঃখ যতো আছে সব এখানেই

মানবতা জাগবে কবে?

চারিদিকে আনন্দের সমাহার

অবুঝ প্রাণ করে হাহাকার, 

যাবে ঈদে বাড়ি কবে? 

দুঃখের বিষয় হলো ঠাই হলোনা কখনো

১২ টা ঈদেও,আছে জীবিত জন্মদাতা

    

তবুও হলোনা অবুঝ প্রাণের জায়গা।