কথার পিঠে কথা

কথার পিঠে কথা

কাজী মোছাম্মৎ শামীমা আক্তার। 

কথার পিঠে কথা চলে

কথায় আবার যুদ্ধ। 

মিথ্যা কথায় অপবাদে

কেউবা বাকরুদ্ধ। 

কেউবা বলে সহজ কথা

কেউবা ঝামেলার।

কেইবা বলে জমি জমার

কেউবা মামলার।

কেউবা বলে নীতিকথা

শক্ত শ্বাসরুদ্ধ।

তপ্ত বাক্যের বুলি ঝড়ে

শুনেই কেউ স্তব্দ। 

কথা বলায় নেইতো বাঁধা 

নেইকো কোন টেক্স।

কেউবা কথা না বলে 

পাঠিয়ে দেয় ফেক্স।

চর্ম মুখে বলে কথা

কেউবা ঝরায় ঘাম।

কেউবা আবার গলার জোড়ে

কিনে নেয় তার নাম।

মিনমিমিয়ে কথা বলে

কেউ হয় চাটুকার।

দাম্ভিকতায় হাক ডাকে

অহংকারী জমিদার।

সাধুর মুখের মিষ্টি কথা

শুনতে ভালো লাগে।

প্রতিশোধের কথা শুনলে

গা জ্বলে যায় রাগে।

তবুও সবাই বলছে কথা

কারণে অকারণে। 

চোর না শুনে ধর্মের কথা

বুঝায় জনে জনে।