ঈদ হবে সেই দিন

ঈদ হবে সেই দিন

আনিকা তাবাসসুম মুনা ---

--ঈদটা এবার ভিন্ন রকম

মহামারির কালে,

আনন্দটাও ভিন্ন হবে

ভিন্ন রকম তালে।

নিঃস্ব যারা কষ্ট নিয়ে

জীবন করে পার,

এই সময়ে অভাব তাদের

করছে যে ছারখার।

লোক দেখানোর কুরবানি আজ

করতে হবে নাকো,

সংকটেরই এই সময়ে 

দুঃখীর পাশে থাকো।

ঘুরে দেখো মরছে মানুষ

হচ্ছে কতো রোগ,

তোমার দানে হবে খুশি

চায় না গোস্ত ভোগ।

নতুন কাপড় না-ই বা হলো

কী আর ক্ষতি হবে?

অসহায়ের আর্তনাদে

কেমনে নিরব রবে?

খোদা তোমায় করবে দয়া

দয়া তুমি দেখাও,

খোদার প্রিয় বান্দা হয়ে

নামটি নিজের লেখাও।

তোমার লাগি কারোর মুখে

ফুটলে সুখের চিন,

বুঝে নিও তবেই তোমার

ঈদ হবে সেই দিন।