কবিতা: সৎ আয়ে কোরবানি

কবিতা: সৎ আয়ে কোরবানি

মুহিবুর রহমান মুহিব

নয়তো দূরে  বছর ঘুরে 
এলো খুশির  ঈদ,
কিছু মানুষ হয় যে বেহুঁশ
নেইকো চোখে নিদ।

এই জগতে নাম কামাতে 
সেরা ষাঁড়টি চায়,
খুঁজতে থাকে সকল হাটে
খুঁজে নাহি পায়।

সারা বছর লুটতে থাকে
হারাম সকল আয়,
কোরবানিতে লোক দেখাতে
এই তো সময় যায়।

হালাল রোজগার করে সবাই 
পশু  কিনবে  ভাই,
হারাম টাকার কোরবানিতে
লাভ দেখতে না পাই।

হারাম টাকায় পশু কেনা 
নয়তো ভালো কাজ,
এসব অভ্যাস ছেড়ে দিয়ে
ভবে সৎ হও আজ।

স্রষ্টার আদেশ মেনে তুমি
পশু কিনতে যাও,
সুন্দর দেখে মনের মতো
পশু কিনে নাও।