একটি জিজ্ঞাসা

একটি জিজ্ঞাসা

বিধানেন্দু পুরকাইত 

(কলকাতা) 

কার শব ভেসে যায় বিধবা নদীর বুক চিরে

কার শব নারী ? 

তুমিই তো একমাত্র উৎস খননকারী। 

কত শবে জীবন দিয়েছ

কত মন শব করে দিলে

পৃথিবীর যত আকুলি বিকুলি সময়

তোমার গর্ভে ভ্রুণ হয়ে আছে। 

বিধবা নদীর বুকে শত শত পৌরুষ শব

সারি সারি ভেসে যায় 

কাঙাল হৃদয়ে। 

সহিষ্ণু নারীর প্রেমে মাতাল পুরুষ

শব কেন হয়ে গেলো তোমার মায়ায় !