ত্যাগ

ত্যাগ

গোলাম কিবরিয়া ( শরীফ)  

আঁধারির দেশে জন্ম নিয়াছো,

নবীকূল শিরোমনি,

তোমার ই পরশে বিস্মিত ধরা,

বাজিলো সূরের ধ্বনি।

"আল আমিন" খ্যাত নবীজি আমার 

যখনই দাওয়াত দিলো,

তেড়ে এলো সব পৌত্তলিকেরা -

এক হাত দেখে নিলো।

রক্তে পা' দ্বয়ে পাদুকা লাগিলো,

ক্ষেপিলো পাহাড় জোড়া,

কাফিরের দ্বারে, গেলে বারে বারে-

বলিলে বোঝেনি ওরা।

ক্ষুধার লাগিয়া বাঁধিলে পাথর,

তোমারি আপন পেটে ;

সত্যের বানী পৌঁছালে তুমি -

কাফিরের দ্বারে হেঁটে।

বিধাতার দূত আসিয়া বলিলো,

কি চাও নবী বলো ;

"যেটুকু আমায় দিতে চাও তাহা

পরকালে জমা হলো"

নবীজির গায়ে চাটাইয়ের দাগ,

কাঁদিছে সাহাবীগন,

দুঃখ নাই তাঁর, রোজ শেষ রাতে -

বাদশায় আলাপন।

যুদ্ধে গিয়াও শত্রুর গায়ে -

আঘাত করোনি আগে ;

ক্ষমা ই করেছো সারাটা জীবন,

দয়া আর অনুরাগে।

নিস্পাপ হয়ে জন্ম নিয়াছো -

তবুও কেঁপেছো ডরে,

সারারাত জেগে কাঁদিয়াছো তুমি,

উম্মতি উম্মতি করে।

রোজ পথে এসে কাঁটা দিয়ে যেতো,

অবলা অবুঝ বুড়ি ;

অসুখে তাহার হইলে ব্যাকুল,

ভাঙ্গি হিংসার ছুরি।

সালাম তোমায় হাজার কোটি

তুমি যে প্রানের ছবি ;

তোমার নামে ই কতো গান হলো,

কতো কবিতায় কবি।