এখন উল্টো হাওয়া

এখন উল্টো হাওয়া

অনমিত্র স্যান্যাল

আজকে আমার অনেক কিছু চাই..দেবে..?

দাবিদাবা গুলো মিটিয়ে দিয়েছি আগেই, হিসেবপত্র, মিটিংয়ের লিফলেট,

আবহমানকে রঙতুলি দিয়ে আঁকি,প্রলুব্ধ-কে ব‍্যবধানে বিচ্ছেদ,

উপুড় করা অরণ্য আঁকিবুকি..

রাস্তায় যারা অষ্টপ্রহর..কই..?

সবচেয়ে যেটা ডাকাবুকো, নাকি সেও..?

আড়াল হয়েছে ঘুমিয়ে পড়েছে " বাওয়া ",

বুঝেছি, আসলে এখন উল্টো হাওয়া,

যারা হারিয়েছে একাত্তরে,ছিন্ন হয়েছে প্রকৃত আন্দোলনে,

মুখচ্ছবি, দেয়ালে টাঙানো কেউ..দেখেছো কি..?

যারা হারিয়েছে, কাছে ও দূরের, নিকটে, " রিমোটে ",

ছড়িয়ে ছিটিয়ে, এক কানাকড়ি আসেনি প্রকটে,

তখনো আসেনি প্রকাশ‍্যে এ্যাতো রাজনৈতিক ঢেউ..

অথচ আমার অনেক কিছুই চাই..দেবে..?

চুম্বন নয়, ওই কারবারে দিইনা এখন সাড়া..

নির্জন রাতে হাওয়ার মতোই ঘুরি,

কোথায় নিখিল, কোথায় মিছিল,

আজ সায়াহ্নে কপাট দিয়েছে, বইছে উল্টো হাওয়া..

এমন-টা তো হবার কথা ছিলো না,

সবাই কি আজ ভুলেছে " হল্লাবোল? " 

হৃদ্স্পন্দন স্লোগানে দিলো না নাড়া,

হাসমির নামে নেই আজ কোলাহল,

টিনের চেয়ার খালি খালি পড়ে আছে,

ছড়িয়ে ছিটিয়ে ভরে গেছে সারা পাড়া...