এখন ভালোবাসা নেই

এখন ভালোবাসা নেই

 রাজেশ কবিরাজ

মায়ায় জড়ানো আর, কি দরকার । 

এই-তো আছি খুব সুন্দর ;

প্রয়োজন নেই আর ভালোবাসার :

এখন চলছে দেশে মিথ্যার কারবার ।

মানুষ মানুষকে ভালোবাসে না আর ,

মানুষ ভালোবাসে তার টাকা আছে যার ।

এখন প্রেমিক অথবা প্রেমিকা মন খোঁজে না

খোঁজে শুধু শরীর আর রূপের বাহার ।

প্রেমিকা ছেড়ে চলে যায় বুলেটের বেগে ,

প্রেমিক যদি না মেটাতে পারে তার আবদার ।

এখন মানুষ স্বার্থপর, এখন এই দুনিয়ার

একটাই বিচার ; যতদিন টাকা আছে তোমার 

ততদিন তুমি নিয়ম মতো ভালোবাসা পাবে সবার ।

একে অপরের প্রতি মানুষের সেই হৃদয়ের টান 

নেই আর, আস্তে আস্তে হয়ে যাচ্ছে ছারখার ।

তাই সবকিছু ভুলে গিয়ে নতুন করে কি দরকার 

মিছে মায়ায় জড়ানো আবার ! মানুষ ভুলে যায় বারবার ।

শক্ত করো মন, পৃথিবীতে আছো তুমি যতক্ষণ ;

নিজেকে খোঁজো নিজের মধ্যে, 

নিজেকে বাঁচাও নিজের জন্যে ।

ভালোবাসো তাদের যারা স্বার্থ ছাড়া ভালোবাসে তোমার ,

তাদের জন্য বারবার নিজেকে কর আবিষ্কার ।