ভিজে আছি

ভিজে আছি

নাছিমা মিশু

সিক্ত রিক্ত শূন্য হয়ে 

ভিজে আছে হৃদয় গহীন, 

কান্না নিয়ে ভিজে আছে নয়ন ।

গৃহকোণ পোড়া ভিজে আছে,

পানির ফোয়ারায় ভিজে ।

দহন তাপে কুঁচকে মসৃণ চামড়া, 

ভিজে আছে ফুটু ফোট ভাঁজে ।

খোঁজ না পাওয়া স্বজনের তরে- 

শূন্য দৃষ্টি হয়ে ভিজে কাঁদে আপন ,

দিগন্তের পানে চেয়ে ।

অবুজ শিশুর আধো বোলে মা কখন আসবে, 

আকুতি ভরা অশ্রু সজল চাউনিতে 

ভিজে ওঠে মানব বিবেক তাড়িত মানস।

দাহ্য জ্বলে পুড়ে পুঁজিতে খরা লাগল বলে, 

পাষন্ড হৃদয়ও ভিজে ওঠে কিছুটা ঊ আহ ,

অগ্নি ঝরা কোটরে ।

দুঃসহ অবিশ্বাস্য ঘটবে ঘটনায় পাষাণও ভিজে ওঠে, 

অপরাধ ঢাকার কৌশল রপ্ত করায়।

আঁখির লোনা জলে নয় ,অপরাধ অপকর্ম ঢাকতে, 

ঘাম ঝরে ভিজে চ্যাপ্টা হয়ে ফোলে ওঠা বুকের ছাতি ।

লোম শূন্য বুক জুড়ে ফুটে সীমারের প্রতিচ্ছবি ।

আমরা ভীরু আম জনতা ভিজে ভিজে উঠছি, 

আবেগ বিবেক ন্যুব্জ হয়ে ন্যায়ের অসম অদৃশ্য দন্ডের পানে চেয়ে ।

এতো ভিজা ভিজিতে অনন্ত অসীম শূন্যও ঝরে পড়ছে আপনাকে মেঘের বোলে ভিজিয়ে ।