সিয়াম সাধন

সিয়াম সাধন

শেখ রাসেল 

রঙ বেরঙের মানুষ পাবে

সিয়াম সাধন মাসে,

রাস্তা ঘাটে করবে আহার

মুখটি ভরে হেঁসে। 

গ্যাস আমাশা কঠিন ব্যাধি 

বলবে কত কথা,

মিথ্যা হাজার দোহাই দিয়ে

আহা পেটের ব্যাথা।

সত্য কাজের নয়-সে কাজী

আসলে দেখি রোজা,

তিন বেলা পেট পুরবে খেয়ে

উপোস নয় তো সোজা।

তাল বাহানা করলে মিছে

নামাজ রোজা ভুলে,

দিন দুনিয়া নাই কি বলো

ঈমান রেখে তুলে ?

ভাগ্য গুণেই মাসটি মহান

বছর ঘুরে আসে,

ত্যাগ মহিমায় অপার যেন

চন্দ্র তাঁরায় হাসে।

চল দেখি-ঐ মুমিন যাঁরা 

সত্য ন্যায়ের কাজি,

সঙ্গ দোষের রঙ্গ মহল

 ভাঙবে কে কে আজি ?