সুললিত  ( ৭ম পর্ব

সুললিত   ( ৭ম পর্ব

আব্দুল হাকিম

সারাদিনের ব্যস্ততার অঢেল শ্রান্তি মুছেফেলে

সুললিতার বক্ষে মাথা রেখে প্রণয় দিয়েছি ঢেলে। 

করেছি রচনা - অগাধ প্রেমের অতৃপ্ত চুম্বন,

তাহার কুমারী যৌবনের স্বাদ করেছি আস্বাদন

ভুলে গেছি আমি ; দিনের সমস্ত ক্লিষ্ট ক্লান্তি!

দিয়েছে ঢের শান্তি, সুললিতার যৌবন কান্তি।

তাহার বক্ষে ' বক্ষ রেখে, আমি করেছি শয়ন

অধরে রেখেছি অধর ' নয়নে রেখেছি নয়ন,

সুললিতার তারুণ্যের পরশে আমি হয়েছি কবি

কবিতার হৃদয়ে এঁকেছি পরিমল প্রেমের ছবি।

তাহার অন্ধকার হৃদয়ের ঢের জোনাকির আলো

আমাদের অতৃপ্ত প্রেমের ; নব বাসর সাজালো।

ঝিঁঝিঁ পোকার বেসুরা তানে বাঁধি সানায়ের সুর

প্রেমের অন্তঃপুর, করিলো যেন অতিশয় মধুর। 

সুললিতার যৌবনের ঘ্রাণে আমি মাতাল যুবক

পূর্ণচিত্তে তাকে করেছি অনুভব এ পূর্ণভূলোক।

মন্ত্রমুগ্ধ রজনীর নরম স্নিগ্ধ ক্রোড়ে -

করেছি আলিঙ্গন তাহার সমস্ত হৃদয় জুড়ে।

আমি পেয়েছি অতল সুখ সুললিতার যৌবনে

অকৃপণ হস্তে দিয়েছে সে তৃপ্তি মোর শ্রান্ত মনে।