কবিতা

কবিতা

জমজম কুপ
শিরিন আফরোজ

সাগর শুকিয়ে গেলেও
মহাসাগর শুকিয়ে গেলেও 
শুকাবে না জমজম কুপ,
আল্লাহর হুকুমে
শিশু হযরত ঈসমাইল (আ:)এর পায়ের আঘাতে সৃষ্ট জমজম কুপ।
দূর থেকে পানি দেখে মা হাজেরা (র:) 
ছুটে এসে 
 জম জম বলে বন্ধ করলো চারপাশ থেকে,
সেই থেকে লক্ষ কোটি মানুষের ও হাজীদের 
তৃষ্ণা মিঠায় প্রতিনিয়ত 
একশত এক ফুট গভীর এ জমজম কুপে।
দৈনিক হাজার কোটি লিটার পানি তোলার পরও হয় না পানির কমতি,
মহান বরের রহমতে এ পানির হবে না 
কোনদিনই ঘাটতি।
বিজ্ঞানেও প্রমানিত পৃথিবীর সবচেয়ে 
বিশুদ্ধ পানি জমজম,
এ পানিতে আছে ক্যালসিয়াম ,ম্যাগনেশিয়াম সল্ট ও 
মহান রবের রহম।