কবিতা

কবিতা

এলো খুশির পার্বন

  নাসরীন মিতা 

এলো এলো পার্বন এলো
এলো খুশির ঈদ,
রাম রহিমে এসো সবাই 
গড়ি মিলন ভীত!

নিয়ন আলোয় চোখ ধাঁধানো
রকম আয়োজনে 
ধনী গরীব করবে ব্যাপার
যেমন প্রয়োজন!

সেই খুশিতে কেউ বা হাসে
কেউ বা ডুকরে কাঁদে,
কান্নাহাসির দোলদোলাতে
কে কার খবর রাখে!

কেউ বা আবার  ঈদের আগেই 
ছাড়লো ভবেন মায়া, 
কারো ঘরে দুঃখের মাঝেই 
ছিন্ন খুশির ছায়া!

তবুও সবাই এই দিনেতে
তাকিয়ে আকাশ পানে,
চাঁদের খুশির আমেজ নিয়ে 
ভাসে মিলন বানে!