কবিতা

কবিতা

কোরবানির ঈদ
লায়লা আরজুমান সুইটি

বছর ঘুরে এলো আবার
কোরবানির ঐ ঈদ
সেই খুশিতে হৃদয় দোলে
নেইকো চোখে নিদ।

রাত পোহালে  স্নানটা সেরে
নতুন জামা পরে,
ঈদগাহেতে যাবো আমি
বাবার হাতটি ধরে।

নামাজ শেষে কোলাকুলি
করবো সবার সনে,
সব ভেদাভেদ ভুলে গিয়ে
ঘুরবো খুশির বনে।

অভাব মাঝে  বারো মাসে
সাঁতার কাটে যারা, 
বিত্তশালী খেয়াল রাখুন
আছে কেমন তাঁরা।

কোরবানির ঐ ভাগটা সঠিক
রেখো তাদের তরে,
রহমতের ঝর্ণা ধারা
ঝরবে সদা ঘরে।

মনের পশু দাও কোরবানি 
আত্মশোধন করো,
নিজ বিবেকে তওবা পড়ে
দীনের পথটি ধরো।

২৮/৭/২০২০