মেঘ

মেঘ

রীতা আক্তার

দুপুর ঢলে পড়ছে 

গরম আভার মেঘগুলো বুকে নিয়ে, 

দুপুর ঢলে পড়ছে 

বিকেলের কার্ণিশে....

মৃদু উত্তাপে গলে পড়ছে 

আবির মাখা মেঘ। 

উঠতি যৌবনা কন্যার মতো 

লাজুক চোখে চায় 

ছায়াময় উঠোন।

সময়ের ব্যপ্তি ঘটিয়ে 

একরাশ এলো চুল ছড়িয়ে

আমি হেঁটে চলি 

অজানার উদ্দেশে।

আবির গলা মেঘ নুয়ে পড়ে

ঝাউ বনের প্রান্তে। 

অপূর্ব আয়েশে রাত্রি নামে, 

শাড়ির ভাঁজে আলপনা আঁকে।