খোঁজি তোমায়

খোঁজি তোমায়

রাসেল আহমেদ সাগর 

তোমাকে খুব বেশি ভালবাসি  

ভালবাসি বলেই একাকী রাতের তাঁরা গুনি, 

অন্ধকার নিস্তব্ধ চারিদিক কোথাও কেউ নেই 

একলা একা হাজারো স্বপ্নের বাসা বুনি। 

আমাকে কি সত্যি মনে পড়ে না তোমার 

ঘৃণার জলে টলমল হরিণীর মতো দুই আঁখি, 

আমি তো দিয়েছিলাম হৃদয় উজার করা প্রেম 

তবে কেন মিথ্যা অপবাদ দিয়ে দিলে তুমি ফাঁকি। 

বুকের খাঁচায় রেখেছিলাম খুব যত্নে 

তুমি আমার প্রিয় ময়না পাখি, 

পারিনি রাখতে উচাটন তোমার মন 

এতো কষ্ট এখন কোথায় রাখি। 

নিদ্রাহীন রাত আজও কাটে আমার

হয়তো এখন একাকী তুমি বিহীন, 

চোখ বন্ধ করে দেখো কি ছিলো তোমার 

আমি ছাড়া বলেছিলে এইতো সেদিন।

দুজনের মনে ছিলো চৈত্রের রোদ্দুর  

অকস্মাৎ কার দোষে এলো কালবৈশাখী ঝড়, 

লন্ড ভন্ড হয়ে গেলো স্বপ্ননীড়  

ক্ষতবিক্ষত হল আজ দুটি অন্তর । 

যদি খুব বেশি আমার জন্য তোমার 

মনের সুতায় পড়ে টান, 

জানালা খোলে তাকিয়ে দেখো চাঁদ 

সাথে কষ্ট ভরা অন্ধকার আসমান। 

দেখবে সেথায় একাকী বসে আছি

আমি শুধু একনজর তোমায় দেখার আশায়, 

দু'হাত বাড়িয়ে ডাকছি বুকে 

ময়না পাখি আমি তোমার জান আয় বুকে আয়।