খুব দূরে যাবো না

খুব দূরে যাবো  না


আব্দুছ ছালাম চৌধুরী 

খুব দূরে যাবো না,খুব দূরে যেতে পারি না, সহসাই মনে পড়ে তোমাকে, 
সহসাই তোমার অনুরক্ত থাকি,সহসাই খুঁজি প্রতি পলকে। 
আমার এ অভিমান সে'তো শুধু তোমার জন্য,
সিক্ত নয়নে সঁপে দিয়ে, তাইতো হয়েছি ধন্য। 
তাবৎ পৃথিবী তার মতো ঘুরে,তার পথে সে ছুটে,
আমরা কেবলই সন্দিহান,জয় খুঁজি এক ভোটে।
সহনশীল হই না, হতে পারি না, অন্তর্দ্বন্দ্বে আর ভোগ বিলাসে,
কখনো কি ভেবেছো,একে অন্যের তরে,ভোগ যোগ হয় অনায়াসে। 
কেউ কেউ আছে, আসে যায়,আসা-যাওয়াই তার চরিত্র,
আমি তো আমাকে প্রস্তুতে রাখি, নামাজে যেমন থাকি পবিত্র। 
কিছু বলাবলি আর জলাঞ্জলীতে থাকি চুপচাপ,
কষ্টের হলেও এগিয়ে যাবো,জীবনের প্রতিটি ধাপ।
তাহলে ভাবতেই পারো,বিন্দু বিন্দু জল কোথায় গড়ায়,
খুব দূরে যাবো না,যদি যাই,তবে যাবো ওই সাগর পাড়ায়।