চতুর্দশপদী জীবনানন্দ মেলা

চতুর্দশপদী  জীবনানন্দ মেলা

মহিউদ্দিন আহমেদ 

     

আবেগর নদী অদ্ভুত উপমা-ঢল,

মুখোশের চোখ হয় অশ্রু টলমল,

প্রকৃতির গায়ে এঁকে অপরূপ শিখা,

মাছরাঙার চোখের নৃত্যনাট্য দেখা,

শঙ্খচিলের স্বপ্নডানার দৌড়ঝাঁপ,

খরগোশের চোখে মায়াবী ছন্দ ছাপ,

দুর্বার গতিতে স্বপ্ন জীবনের ভীড়ে,

ধান শালিকের বেশে এলে ফিরে ফিরে।

 মৃত্যু-দূত ট্রাম গাড়ির নিষ্ঠুর চাকা,

সিঁদুরের লালে বিষাদের চিত্র আঁকা,

নোনা স্রোতেই ভেসে গেলো নোলক ছবি,

বেদনার অন্ধকারে ঢলে কল্প রবি,

প্রকৃতির অপরূপ কি অসীম খেলা,

দশ দিগন্তে বসে জীবনানন্দ মেলা।