ততটাই লাল ছিলে তুমি : লীলাবতী

ততটাই লাল ছিলে তুমি : লীলাবতী

 হাসান ফরিদ

কৃষ্ণচূড়া কি অতটা হয় লাল; যতটা লাল ছিলে তুমি: লীলাবতী--খুনরঙা শাড়িতে

চুনি পাথরও কি অতটা লাল হয়; রক্তগোলাপ ভাঙে কি অতটা রক্ত--পাপড়িতে; তুমি ততটাই লাল ছিলে

তুমি বসেছিলে: সাহিত্য আসরের মঞ্চের ওই কোণটাতে;

লাল মর্মর দৃষ্টিনন্দন পাথুরে চোখ যেন ছড়াচ্ছিল--তাবৎ সাহিত্যাকাশের নক্ষত্রেই--জ্যোতির্ময় আলো

গুল বাগিচা ঝরনাধারা কি অরণ্যানী--এক বাক্যে সকলেই; চিত্রকলা কি কবিতায়

বারবার তোমাকেই তুলে ধরছিল--ময়মনসিংহ গীতিকার মহুয়ার মতো; বিজয়গাথায়।

সবুজ জমিনে লাল সূর্য--তারুণ্যে যতটা লাল; তুমি ততটাই ছিলে লাল

তুমিই ছিলে ওই মিলনমেলায়--আমাদের বিজয়ের পতাকা : নতুন প্রজন্ম আগামীর;

প্রত্যাশায় যতটা লাল--লোহিত পদ্ম; ততটাই লাল ছিলে তুমি: লীলাবতী...