চারুলতা

চারুলতা


    মাহবুবা আখতার 

  চারুলতার প্রত্যাশারা এখন কথা বলেনা,

জেগে থাকে শুধু কিছু ইচ্ছের তাগিদে। 

প্রত্যাশারা নিরন্তর হেঁটে চলে অনিশ্চিত স্রোতের
প্লাবনে 
হয়তো কিনারা পাবে, অথবা 
ভেসে যাবে অজানা কোনো স্রোতের নিরুদ্দেশ ঠিকানায়।
চারুলতার কোনো কষ্ট নেই, কষ্টরা------
কষ্টরা উড়াল দিয়েছে মরুভূমির তপ্ত রৌদ্রে,
রৌদ্রে পুড়ে পুড়ে ধুলো হয়ে গেছে কষ্টের শরীর। 
চারুলতার ইচ্ছেরা আজকাল বড্ড এলোমেলো,অবাধ্য

বিষন্ন শয্যা পেতে চারুলতা কথা বলে উত্তর ফাল্গুনীর সাথে, বিরান ফসলী ভূমি, দারুচিনি দ্বীপের নষ্ট প্রবাল ক্লান্ত  ছায়া ফেলে এগোয় মোহগ্রস্ত জনপদে 
অতর্কিতে কে যেনো ডেকে যায় আয়, আয়,ওরে আয়

চারুলতা চকিত, খুঁজে ফিরে আয়, আয়,ওরে আয় 
 উদ্ভ্রান্ত চারুলতা খুঁজে পরশ পাথর। 
মহুয়ার বাগানে জ্বলছে আগুন, পুড়তে থাকে ঈশ্বর, 
ঈশ্বর মহুয়ার মদিরায় আকণ্ঠ বুঁদ। 
চারুলতা জড়িয়ে নেয় ঈশ্বরের শরীর,নিভে যায় আগুন। 
অবাক বিষ্ময়ে চেয়ে থাকে চারুলতা, এতো তারই
অস্তিত্ব,তারই শরীর। ধীরে ধীরে হারিয়ে যায় চারুলতা,
চারুলতার প্রত্যাশা, চারুলতার কষ্ট