জীবন

জীবন


আলেয়া আরমিন আলো 

ক্লান্তিহীন যাত্রাপথের নাম জীবন
এই পথ অতিক্রম কালে
কখনও ফুলের সুঘ্রাণে ভ্রমর গুঞ্জনে 
রঙিন হয় পথিকের মন,
সুখের রোদ্দুরে ঝলমল করে 
আলোর বিকিরণে পথ দেখায়
পেঁজাতুলো মেঘের সুনীল আকাশ।
কখনও আবার ধোঁয়া ধোঁয়া বিষাদে
ঝাপসা আঁধারে উপস্থিত হয় 
ধু ধু মরুদ্যান! 
মরুর তপ্ত বালি মাড়িয়ে চলতে গিয়ে
দগ্ধ হয় পদদ্বয়, 
যাত্রাপথকেও রক্তাক্ত করে 
অসংখ্য কাঁটা যুক্ত ক্যাকটাস!
তাই বলে সময় থেমে থাকে না 
কান্না হাসিকে সাথে নিয়ে যে 
এগোতে না পারে...
সে তো জীবনের পথিকই নয়!
আকাশে মেঘ রোদ্দুরের খেলার মতোই
প্রেম বিরহ আর সুখ দুঃখের সংমিশ্রণে 
জীবন সবসময়ই সুন্দর হয়।

ছবিঃ মুঠোফোনে