ডাক্তার কেরামত

ডাক্তার কেরামত

মাসুদ করিম।

ভাবনা গুলো সব হয় এলোমেলো

যায় দিন পার হয় সময় গুলো,

কাজের বেলায় ঠন ঠন

মিল নাই মানুষের কথা গুলো।

জীবনের দাম নাই হিংসা বিদ্দেষ

ছাড়া মানুষের কাম নাই,

অসহায় ঘুরে ফিরে দ্বারে দ্বারেতে

ধনীরা চোখ রাঙ্গাঁয় রাগেতে।

গরিবের ধার কেউ ধারেনা

মানুষ বলে তাদের গন্য কভু করেনা,

দুখিজনের পাশে কেউ থাকেনা

অসহায় দেখলে কাউরে সুযোগ নিতে

কভু কেউ ছাড়েনা।

যদি বল দুখের কথা হাসে দাঁত কেলিয়ে

আপন পর চেনা যায় বিপদে পড়িলে,

দুঃসময়ে পাশে রয় অতি আপন জন

বিপদ দেখিলে পালায় স্বার্থপর যে জন।

আমি কেরামত সোজা সাপটা বলি কথা

অপ্রীয় লাগে কারো কাছে পায় মনে ব্যাথা,

কিছুই করার নাইযে ভায়া মনে আসে যাহা

লিখিতে থাকি যদিও হয় অপ্রীয় তাহা।