তুমি বুঝোনি

তুমি বুঝোনি
আফসানা সিকদার 
আজও তোমায়  ভালোবাসি অতি সঙ্গোপনে, 
ভালোবাসি সমুদ্রের বিশালতায় , পাশাপাশি পথ হেঁটেছি বহুকাল তবুও বোঝ নাই কখনই।
তোমার হাতের আঙুল ছুঁয়ে নতুন করে বাঁচতে চেয়েছি,  তোমার অপূর্ণতায় দিশেহারা হয়েছি, 
হৃদয় জুড়ে হাহাকার সৃষ্টি হয়েছে  ;
তবু কখনো  মুখ ফুটে বলা  হয়নি তোমায় ভালোবাসি। 
দিন কেটেছে ব্যস্ততার অজুহাতে , বর্ষা এসে চলে গেছে কতবার,  কখনো একগুচ্ছ কদম  হাতে  নিয়ে  আমি বলতে পারিনি তোমায় ভালোবাসি । 
সেই যে তোমাকে সাথে নিয়ে  গিয়েছিলাম  শিউলি ফুলগাছ কিনব বলে , কিন্তু কেনা হয়নি তোমার ব্যাস্ততার অজুহাতে। 
তুমি হয়তো জানোনা ,  শীতের শুষ্কতায় হাজারো শিউলি শুকিয়ে গেছে, ঝরেছে শত সহস্র শুকনো পাতা ;
কত  বসন্ত হারিয়ে গেল,  ঠিক আমার মনে নেই,  
তোমার অপেক্ষায় কেটেছে অযুত প্রহর, তবুও বলা হয়নি ভালোবাসি । 
বলো - এই আক্ষেপ নিয়ে মানুষ কি বাঁচতে পারে ?  
তাই বাতাসের কানে কানে বলে দিলাম আজ তোমায় ভালোবাসি .. 
তোমার চারদিকে প্রতিধ্বনি হবে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি...
ঠিক কতটা ভালোবাসায় জড়িয়েছি তোমায় বুঝে নিও তোমার একান্ত অনুভবে, 
কতটা ভালোবাসলে মানুষ নিঃস্ব হয়ে যায়, ভিতর থেকে মরে যায় একটি সজীব হৃদয় আগামি সূর্যোদয়ের  সাথে সাথে জেনে যাবে।
জেনে যাবে আমার অব্যক্ত হৃদয়ের হাহাকার!  হয়তো তখন তুমি এসে বলবে --
তুমি যেন বৃষ্টির শেষে এক মুঠো রোদ্দুর,
সোনালী ভোরের হিমেল হাওয়ায় দোলা কাশফুল ! 
আমি প্রচন্ড অভিমানে চুপসে যাব তখন , 
জিজ্ঞেস করব না তুমি কখনও কি ভালোবেসেছো আমায় ? 
তারপর আমি আবার একা হব,  অন্ধকার আঁকড়ে ধরে স্মৃতি বিস্মৃতির আলোর বিচ্ছুরণ পেরিয়ে অন্ধকারের প্রেমিকা হবো! 
আবার আমি একা হবো, তবুও তোমায় ভালোবেসে যাবো....