প্রিয় বাহাত্তর

প্রিয় বাহাত্তর

     ময়নূর রহমান বাবুল  

ছাপ্পান্ন বছর বয়সের জমানো বাক্সে আমার

একটি বছর শুধু উজ্জ্বল আর সবচেয়ে প্রিয়,

প্রেরণার আলোকশিখা, নক্ষত্রের উজ্জ্বলতা

এগিয়ে যাবার দুরন্ত দুর্বার অপ্রতিরোধ্য গতি,

সীমাহীন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়েও দেখি

অসংখ্য প্রাপ্তি আর জয়োল্লাসের বছর আমার  

প্রিয় বাহাত্তর ।

সাতচল্লিশের দাঙ্গা, বায়ান্নের চুয়াল্লিশ ধারা

ছেষট্টি আর উনসত্তরের উত্থাল রাজপথ,  

সত্তরের জলোচ্ছ্বাস, সবইতো ইতিহাস-

আমাদের ঐক্য আর দৃঢ়তার উচ্চকণ্ঠ

সাহসের বহ্নিশিখা আমাদের আরেক প্রিয়

 সত্তরের প্রিয় নির্বাচন ।

একাত্তরের যুদ্ধ, লুট ধর্ষণ অগ্নিসংযোগ

গণহত্যা, শরণার্থী, এতো এতো অত্যাচার

নির্যাতনের মধ্যেও প্রিয় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা

লালসবুজের পতাকা, ব-দ্বীপ মানচিত্র আর

আরও প্রিয় দখলদার হানাদারের নতজানু  

আত্মসমর্পণ ।

বাহাত্তরের সদ্য স্বাধীন দেশ, বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন

রাজাকার, ধর্মান্ধের আত্মগোপন, জাতীয় একতা

জাতির অসাম্প্রদায়িক চেতনা, রাষ্ট্রীয় চার মূলমন্ত্র

ইত্যকার সবই, এর মধ্যে  আমার সবচেয়ে প্রিয়

প্রিয় সংবিধান ।

পঁচাত্তরের কালো রাত, চেতনার দাহ-ভস্ম

রাজাকারের উত্থান, পিছন পায়ে পথ চলা

আবার সামরিক স্বৈরশাসন , ধর্মান্ধের উল্লাস

সংবিধানের নির্মম ব্যাবচ্ছেদ, রাষ্ট্রের মাথায় টুপি  

সবকিছু গায়ে বিঁধে কাঁটার মতো, শুধু প্রিয় সেই-

প্রিয় বাহাত্তর ।

বাহাত্তরই কেবল আমাকে দিয়েছে সাহস

সংবিধান, জাতীয়ঐক্য, এগোবার পথনির্দেশ

চেতনার বজ্রশিখা, শক্তি সাহস আলোর মশাল

আমি পিছন পায়ে চলতে পারি, বাহাত্তরের জন্য

ফেরা যায় সেথায়, ঐক্য শক্তি সাহস যোগায় যে,

সে আমার প্রিয়

প্রিয় বাহাত্তর ।