ফেরারী মন

ফেরারী মন

মহুয়া চক্রবর্তী 

হয়তো কাল প্রভাতের আলোয় 

আমি আর থাকবো না 

পৃথিবীর কোথাও কোন ক্ষণে

রয়ে যাবে আকাশের চাঁদ সূর্য ধ্রুবতার

আর হবেনা কোনদিন আমার 

তোমাদের মাঝে ফেরা। 

যদি হঠাৎ কখনো কোনদিন মনে পরে আমায়

পাবে আমায় সেই তারাদের ভিড়ে

প্রভাতের প্রথম আলো হয়ে ছুঁয়ে যাবো তোমায়

আবার কখনো চাঁদনী রাতে জোছনা হয়ে

আসবো তোমারই নীড়ে।

গ্রীস্মের সেই তপ্ত দুপুরে 

তুমি যখন ক্লান্ত হয়ে বসবে গাছের ছায়ায়

আমি তখন শীতল বাতাস হয়ে তোমায় জড়াবো     

ফেলে আসা স্মৃতির মায়ায়।

তুমি কি মনে রাখবে আমায় 

হয়তো একটু একটু করে মুছে যাবে সব সময়ের তাড়ায়।

জীবনের সব স্বপ্ন সব আসা 

তোমার বাড়ির আঙিনায় গেলাম ফেলে 

তুলসী তলার প্রদীপ হয়ে জলবো আমি 

যদি কখনো তোমার দেখা মেলে।