বোধদয়

বোধদয়


তসলিমা লিমা

বেদনার দাবদাহে পুড়ি
আশ্রয় খুঁজি সুখের ছায়ায়,
আশা- নিরাশার বহমান বাতাসে
সদা দোদুল্যমান সে ছায়া।
কখনো উন্মুক্ত করে তীব্র দাবদাহে;
তখন পুড়ি ছটফট করি যন্ত্রণায়,
মনে হয়, এ জ্বালা বুঝি কখনো 
শেষ হবার নয়।
আবার সহসাই ঢেকে দেয়,
প্রশান্তি ছড়িয়ে দেয়,দেহ-মনে।
ব্যাকুল হয়ে আঁকড়ে ধরার চেষ্টা করি
সে কাঙ্ক্ষিত সুখটুকু-
পরম দরদি ভেবে।
ক্ষনিকেই সে ভুল ভাঙে, আবার পুড়ি।
এমনি নিরন্তর, নিষ্ঠুর খেলা চলতে থাকে
আমায় নিয়ে।
অসহায় হয়ে, অশ্রুসিক্ত চোখে চেয়ে
অজানা শক্তির উদ্দেশে
প্রশ্ন করি বারবার,
কবে শেষ হবে এ খেলা? কবে?
কোনো উত্তর পাই না।
পুড়ে গলে, শীতল হয়ে
আবার পুড়ে শক্ত হয়েছি আজ।
এখন আর ভস্ম হওয়ার ভয় নেই।
আমি আর তোমায় ভয় পাই না
হে দাবদাহ, পোড়াও।
আমি আর আশ্রয় খুঁজি না,
কোনো ক্ষণস্থায়ী মায়াবী ছায়ায়।
আমার বোধোদয় হয়েছে;
আমি বুঝে গেছি
তোমরা কেউই আমার চির আপন নও।
তোমাদের আসা- যাওয়া আর আমাকে বিচলিত করে না।
আমি সহনশীল হয়েছি।
আজ খেলা শেষ।

২৬.০৪.২১