বিষাদের কাব্য

বিষাদের কাব্য

ফাতেমা ইসরাত রেখা 

ভেজা মেঘের আবরণে ঢাকা নীলাভ যৌবন

সূর্যের প্রথম কিরণ চোখ, খেয়ে নেয় সবুজের বুক

স্পর্শহীন অনুভূতি রংধনু ছড়ায় আকাশের নীলে

জমে থাকা পাথর বুক কেঁপে উঠে ফসলের ওম পেতে। 

অধরা অন্ধকার ভেদে আবার চাঁদ হাসবে 

নক্ষত্রের খেলায় মেতে উঠবে অধস্তন আকাশ 

সোহাগী বুনোফুল গন্ধ ছড়াবে প্রজাপতির ডানায় 

আবার হাসবে আমাদের প্রেম সময়ের পালকে ফিরে। 

তোমার অন্ধকার চোখে নীলপদ্মের পাপড়ির ছায়া 

ভালোবাসা উপেক্ষা করে বেগুনী রঙে ফুটে ওঠে, 

তুমি হয়তো জানো না, আজও প্রতীক্ষার অন্তরালে 

তুমিই আমার উপোসী চিত্তের বাদল হাওয়া। 

কখনো কখনো মন বিচলিত হয়, নস্টালজিক হয়ে 

ইচ্ছেরা জেগে ওঠে, বুকের ভিতর জমে থাকা মেঘে

আবার ঝড় উঠুক, আবার ভিজে যাক বুকের উঠোন 

একবার সেই পুরানো তোমার অঝোরে ঝরা বর্ষণে। 

গভীর আঁধারেও আজকাল দেখি তোমার প্রতিচ্ছবি 

সম্পর্কের নানা টানপোড়েনও অবিচল তুমি সেই, 

মিশে থাকা এক পশলা বৃষ্টিতে বিগত প্রণয় সারথী।

তাই কাছে না হোক, দুরত্বেই স্থায়ী হোক গল্পগুলো

সেই সব দিনের ভালোবাসা কিংবা খুনসুটিময় সময়ের

অনুভবে বেঁচে থাক আমাদের কল্পলোকের রাজমহল

অপেক্ষাগুলো বেড়ে যাক পৃথিবীর আয়ুর সমান হয়ে

আমি নিভৃতে গোপনে লিখে যাবো বিষাদের কাব্যগাঁথা।