মনে রাখার অপরাধ

মনে রাখার অপরাধ

শারমিন সুলতানা রীনা

তোমাকে ভুলতে চেয়ে অদৃশ্য জালের ঘোরটোপে আটকে মাছের মতো ছটফট করি

বুঝতে পারোনা অথবা বুঝতে চাওনা

তোমার অহংকারময় পৃথিবীতে 

আমি আজ বেমানান 

একবার গহীণে ডুব দিয়ে দেখো

কত উপমায় ডেকে সিক্ত করেছো

মানুষের অদ্ভুত একটা নির্মম নিয়ম

অতীতকে সহজে ভুলে যাওয়া

আজ হয়তো অন্য কেউ তোমার

হৃদয় রাজ্যে সম্রাজী হয়ে 

ফুলের পশরা সাজায় চলার পথে

প্রথম দিনের মতো ভালোবেসে

মিথ্যে মরিচিকার পিছনে ছুটি 

আলোর নেশায়

পৃথিবীর গান শেষ হলেও তার অনুরণন থাকে মহাকালের বুকে

আর তাই ফেলে আসা নির্জনতা মুখরিত করি পরিহাসে

চাঁদের বিদায় লগ্নে উঁকি দেয় সোনালী সূর্য 

 সূর্য হতে পরিনি

মোমের শিখা হয়ে জ্বলে জ্বলে

শেষ হই ধরণীর বুকে

জমা রাখি অতৃপ্ততা তোমার অবহেলার কাছে

ক্ষমা কোরো মনে রাখার এই অপরাধ...