মানবতা

মানবতা


          শাহারা খান
      
মানবতা আজ পাইনা খুঁজে,
চারদিকের পরিবেশ বিষাদময়।
মানুষে মানুষে এত হানাহানি,
কবে যে হবে পৃথিবী শান্তিময়?

জুলুম অত্যাচার এত বেড়েছে,
করোনার গজবে হয়নি ক্ষান্ত।
ফিলিস্তিনি শিশুদের কান্না শুনে,
আমরা হয়েগেছি পরিশ্রান্ত।

প্যালেস্টাইনের মাটি সিক্ত,
নারী পুরুষের রক্তের বন্যায়।
হে খোদা তুমি সহায় হও,
আমরা মানুষ বড় অসহায়।

মখমলের বিছানায় বলো,
কেমনে আমরা সুখে নিদ্রা যাই।
ফিলিস্তিনে শোকের মাতম,
শুনে অন্তরে ব্যথা পাই।

যুগে যুগে নবী পয়গম্ভররা,
সহেছে কত জুলুম অত্যাচার।
তবু সত্যের জয় হয়েছে,
ইতিহাসে দেখেছি বারবার।

খোদার সৃষ্টি সকল মানুষ,
হিন্দু,খ্রীষ্টান,বৌদ্ধ,মুসলমান।
দূর হোক সব দ্বন্ধ সংঘাত,
এসো গাই মানবতার গান।