স্বপ্ন

স্বপ্ন

আবু হোসেন। 

কম দামী কাপড়ের মতো 

ধোঁয়ায় ফ্যাঁকাশে হয়ে যায় জীবনের রঙ।

স্বপ্নে দেখা হিরার খনিতে পৌছানোর প্রতিযোগিতায় 

অরণ্যে খেক শিয়ালের মতো ছুটাছুটি সারাদিন,

ইলশেগুঁড়ি বৃষ্টিতে শ্যাওলা ধরা মাটি

তেল মাখানো কলা গাছের ন্যায় পিচ্ছিল পথে 

অবিরাম চলা।

স্বপ্ন ছিলো লেখা পড়া শেষ করে চাকরি পাব

স্বস্তির নিশ্বাস নিয়ে রাতে সাউন্ড স্লিপ হবে। 

হয়নি। 

লটারির টিকিট কেটে ধনী হওয়ার স্বপ্ন

জমি বিক্রি করে টাকা দিয়ে বিদেশে য়াওয়ার স্বপ্ন 

ব্যবসা প্রতিষ্ঠানের সফলতার স্বপ্ন

জমিতে ভালো ফসলের স্বপ্ন 

গরীব কবির কবিতার বই প্রকাশের স্বপ

না ধরা দেয়নি আজও 

এমনই হাজারও স্বপ্ন ধরার প্রচেষ্টায় ক্লান্ত পথিক 

হাল ছাড়িনি তবু

কখনও আসতে পারে আকাশ থেকে পরী

এক বস্তা মনি মুক্তা নিয়ে।