সার্ধশতবর্ষ পরে

সার্ধশতবর্ষ পরে

শামসুন ফৌজিয়া 

সার্ধশতবর্ষ পরে , হে কবিগুরু 
ভালো লাগে তোমার গান ,
তোমারি সুরের ধারাতে আজো
হারাই মন - প্রাণ। 

আজো ভালো লাগে হঠাৎ দেখা 
কবিতা খানি , 
আজো কিন্তু অভাবে বাঁশির নায়কের
স্বপ্নেরা পাখা মেলেনি।

আজো ভালো লাগে ভাবের পালের 
খোলা হাওয়া , 
ভালোবেসে সখী নিভৃত যতনে 
তাহারেই পাওয়া।

আজো ভালো লাগে কাবুলিওয়ালার 
বাকপটু মিনি হতে ,
হে কবিগুরু দিয়েছ ছড়ায়ে লুটায়ে তব
সোনা পথে পথে।

আজি সার্ধশতবর্ষ পরে তোমারে স্মরি , 
পরম শ্রদ্ধা ভরে , 
দিবস রজনী খুঁজিয়া বেড়াই ভালোবাসা
ভালোবাসি যারে।

আজো সকাতরে খুঁজে মংগললোকে 
মানবতার আলো , 
হিয়ার মাঝে লুকিয়ে থাকুক জগতের
চাওয়াটুকু ভালো। 

Shamsun Fouzia 
New York, USA