ইহুদি ব্যক্তিকে বাসে আটকে রাখার ঘটনায় চালককে স্থগিত করা হলো
বাংলাভাষী ডেস্ক
লন্ডনের হ্যাকনি এলাকায় এক অর্থডক্স ইহুদি ব্যক্তি ডেভিড অ্যাব্রাহামকে বাসের ভিতরে প্রায় এক ঘন্টা আটকে রাখেন একজন বাস চালক। চালক তার ব্যাংক কার্ড ফিরিয়ে দিতে অস্বীকার করে এবং তাকে "তুমি মসসাদের এজেন্টের মতো দেখাচ্ছো" বলে হিংসাত্মক মন্তব্য করেন।
ডেভিড অ্যাব্রাহাম এই ঘটনার ভিডিও ধারণ করেন এবং পরে এটি হেট ক্রাইম হিসেবে পুলিশের কাছে রিপোর্ট করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও সেই সময় কোনো অপরাধ রিপোর্ট করা হয়নি।
ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL) চালকের আচরণকে “অগ্রহণযোগ্য” উল্লেখ করে তাকে স্থগিত করেছে এবং ঘটনার তদন্ত চলছে। বাস অপারেটর Arriva London Busও ঘটনার তদন্ত শুরু করেছে এবং বলেন, তারা সব ধরনের হিংসা ও অসদাচরণ সহ্য করবে না।
ডেভিড অ্যাব্রাহাম বলেন, এই ঘটনায় তিনি আতঙ্কিত বোধ করছেন এবং বাইরে যেতে ভয় পাচ্ছেন।


