টিকটকে অভিবাসীদের আটকের ভিডিও প্রকাশ করে সমালোচনার মুখে ব্রিটিশ সরকার
সাইফ হাসান
অবৈধ অভিবাসীদের আটক ও ডিপোর্ট করার ভিডিও টিকটকে প্রচার করে তোপের মুখে পড়েছে যুক্তরাজ্যের হোম অফিস। সরকারের দাবি সীমান্তে নিয়ন্ত্রণ আনতেই এমন প্রচারণা চালানো হচ্ছে। তবে মানবাধিকার সংস্থাগুলো একে নিষ্ঠুরতা ও সস্তা বিনোদন হিসেবে আখ্যা দিয়েছে। সমালোচকরা বলছেন টিকটক ভিডিও দিয়ে সমস্যা সমাধান সম্ভব নয়।
মঙ্গলবার ‘@SecureBordersUK’ নামে একটি নতুন অ্যাকাউন্ট চালু করে হোম অফিস। সেখানে ড্রামাটিক মিউজিকের সাথে মানুষকে হাতকড়া পরিয়ে বিমানে তোলার দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওর শেষে বার্তা দেওয়া হয়েছে যে এটি মাত্র শুরু, যা দেখে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
ফ্রিডম ফ্রম টর্চার নামের সংস্থার কর্মকর্তা সাইল রেনল্ডস সরকারের এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন অভিযানের নামে এমন নিষ্ঠুর দৃশ্য প্রচার করে সরকার সস্তা জনপ্রিয়তা পেতে চাইছে। রিফিউজি কাউন্সিলের মতে যারা ব্রিটেনে আসেন তাদের টিকটক ভিডিও দিয়ে আটকানো যাবে না।
হোম অফিস অবশ্য বলছে ভুল তথ্য রোধ করতেই তাদের এই উদ্যোগ। পরিসংখ্যানে দেখা গেছে ২০২৫ সালে অবৈধ কাজের সন্ধানে রেকর্ড সংখ্যক অভিযান চালানো হয়েছে। গত বছর প্রায় ৯ হাজার মানুষকে আটক করা হয়েছে এবং হাজারেরও বেশি মানুষকে ফেরত পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন অবৈধভাবে কাজ করার কোনো সুযোগ ব্রিটেনে নেই। তবে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলপ সরকারের এই উদ্যোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। তার মতে টিকটকে পোস্ট দিয়ে অবৈধ অভিবাসন বন্ধ করা সম্ভব নয়।


